শিরোনাম

ঝিনাইদহ, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার শৈলকুপা পৌরসভার কবিরপুর এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে আসলাম হোসেন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১১ টার দিকে কবিরপুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসলাম হোসেন একই এলাকার রাসেম বিশ্বাসের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, আসলাম হোসেন তার বন্ধুর মোটরসাইকেলে বসে বাড়ি ফিরছিলেন। হঠাৎ করে কবিরপুর জামে মসজিদের সামনে আসলে মোটরসাইকেল থেকে আসলাম পড়ে যান। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান, গতকাল রাতে আসলাম হোসেন মোটরসাইকেল থেকে পড়ে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।