শিরোনাম

ভোলা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের ৩ বিচারককে হুমকিদাতা মো. শরীফ (২০) কে আজ গ্রেপ্তার করেছে ভোলার লালমোহন থানা পুলিশ।
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় ঘিরে ট্রাইব্যুনালের ৩ বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকি দেয়া হয়।
বিচারকদের হুমকিদাতা আরো তিনজনকে সনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বাসস'কে জানান, আজ বৃহস্পতিবার সকালে হুমকিদাতা মো. শরীফকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত শরীফ ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাতআনি নামক গ্রামের মো. হারুন অর রশিদের ছেলে। সে ওই এলাকার বদিউজ্জামান মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী।
ওসি জানান, ৫৪ ধারায় শরীফ'কে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে লালমোহনের বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হবে, তা মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নিবেন বলেও জানান এ অফিসার ইনচার্জ।
ভোলার আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আমিরুল ইসলাম বাছেত ও লালমোহন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সূত্র জানায়, গ্রেপ্তারকৃত শরীফের জামিনের আবেদন না মঞ্জুর করে বৃহস্পতিবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তানভীর জোহা আজ গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারপতি ও প্রসিকিউটরের ছবি ছড়িয়ে দিয়ে হুমকির সঙ্গে জড়িত বেশ কয়েকটি ফেসবুক পেজ ও ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। গ্রেপ্তারকৃত মো.শরীফ তাদেরই একজন।
উল্লেখ্য, গত সোমবার (১৭ নভেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে একই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড ও রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। ওইদিন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় ঘোষণা করেন।