বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ২০:২১

ক্রীড়াঙ্গনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান অবিস্মরণীয় : টুকু

বৃহস্পতিবার টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে শহীদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। ছবি : বাসস

টাঙ্গাইল, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ক্রীড়াপ্রেমিক ছিলেন। রাজনীতির পাশাপাশি দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল অবিস্মরণীয়। সেই ধারাবাহিকতায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ক্রীড়াঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে তাঁর শাসনামলে দেশে খেলাধুলায় ব্যাপক উন্নতি ঘটেছিল। 

আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্সের আয়োজনে শহীদ জিয়া টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

টুকু বলেন, আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পাশাপাশি ক্রীড়াঅঙ্গনকে আরো উচ্চশিখরে নিয়ে যেতে চাই। টুকু আরো বলেন, একটি সুস্থ দেহ একটি মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। তাই জেলা পর্যায়ে খেলাধুলার মান বাড়াতে হবে। তাহলে জেলা পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়রা উঠে আসবে। তারা আগামীতে জাতীয় দলের নেতৃত্ব দেবে। টাঙ্গাইলকে সন্ত্রাস ও মাদকমুক্ত একটি আধুনিক জেলায় প্রতিষ্ঠা করার লক্ষ্যে সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলী ইমাম তপন, জেলা ক্রীড়া অফিসার রফিকুল ইসলাম, টাঙ্গাইল ইউনাইটেড ক্রিকেটার অ্যালায়েন্সের পরিচালক আবু নাসির মানিক।

এতে জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালেহ মোহাম্মদ শাফী ইথেন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন মালা প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে সৈয়দ জামাল ক্লাব ও টাঙ্গাইল টাইগার্স ক্রিকেট একাডেমি। এই টুর্নামেন্ট মোট ১২টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধন অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।