শিরোনাম

মেহেরপুর, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : মেহেরপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবগত জেলা প্রশাসক (ডিসি) ড. সৈয়দ এনামুল কবির।
আজ বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডিসি ড. সৈয়দ এনামুল কবির।
জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পার্থ প্রতিম শীল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল আযম, সাংবাদিক মাহাবুব চান্দু, তুহিন অরন্য, ইয়াদুল মোমিন, ফজলুল হক মন্টু, দিলরুবা খাতুন, রাশেদুজ্জামান, আক্তারুজ্জামান প্রমুখ।