শিরোনাম

খুলনা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ট্রাফিক বিভাগ নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে।
আজ বৃহস্পতিবার নগরীর শিরোমণি, ফুলতলা গেট, দৌলতপুর, শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, গল্লামারী, ময়লাপোতা এবং ডাকবাংলা মোড়সহ বিভিন্ন জেলায় ট্রাফিক সচেতনতা বৃদ্ধি, সড়ক দুর্ঘটনা রোধ এবং যানজট কমাতে প্রচারণা চালানো হয়।
অভিযান চলাকালীন মোটরযান ও ব্যাটারিচালিত তিন চাকার (ইজিবাইক) চালকদের বাম লেনে গাড়ি না চালানো এবং এলোমেলোভাবে যাত্রী না তোলা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে অতিরিক্ত যাত্রী বহন না করা এবং ইজিবাইকের ডান পাশে সুরক্ষামূলক লোহার রড লাগানোর পরামর্শ দেওয়া হয়।
এছাড়া চালকদের চৌরাস্তা পার হওয়ার সময় কঠোরভাবে ট্রাফিক নিয়ম মেনে চলা এবং ডান দিক থেকে যাত্রী না নেওয়া, ডাবল লেনে পার্কিং, এলোমেলোভাবে ওভারটেকিং এবং অতিরিক্ত গতিতে গাড়ি না চালানোর জন্য সতর্ক করা হয়।
বিশেষ করে স্কুল-কলেজসহ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়। একই সঙ্গে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, যাত্রী ও চালকদের জরুরি প্রয়োজনে পুলিশকে ফোন করতে অথবা ৯৯৯ নম্বরে ডায়াল করতে অনুরোধ করা হয়। যাত্রীদের সঙ্গে ভালো আচরণ করার উপরও জোর দেওয়া হয়।
অভিযানে কেএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক ও প্রোটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ এবং ডেপুটি কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।