বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১৭:১৩

তারেক রহমানের জন্মদিনে নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

তারেক রহমানের জন্মদিনে নওগাঁয় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ। ছবি: বাসস

নওগাঁ, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রদলের উদ্যোগে স্থানীয় একটি মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া হোসেন জাকির, সাধারণ সম্পাদক মো. মামুন বিন ইসলাম দোহা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ, আজিজুল, সহ-সাধারণ সম্পাদক লুৎফর, তাজ, সহ-সাংগঠনিক সম্পাদক শাজাহান বাদশা, সুমন, সম্পাদক শাকিল, সাইফুদ্দীন।

এ ছাড়া জেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল এবং পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।