শিরোনাম

রাজশাহী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের “অবকাঠামো উন্নয়নসহ সক্ষমতা জোরদারকরণ (BIDP) প্রকল্পের আওতায়” কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ শাখার আয়োজনে বরেন্দ্র বহুমুখী কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।
কোর্স পরিচালনা করেন, বিএমডিএ গবেষণা ও প্রশিক্ষণ শাখার তত্বাবধায়ক প্রকৌশলী মো. জিন্নুরাইন খান।
এ কর্মশালায় উপস্থিত ছিলেন, প্রধান প্রকৌশলী (অতি.) ড. মো. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আব্দুল লতিফ, প্রকল্প পরিচালক রেজা মোহাম্মদ নূরে আলম।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, শাহ সাইদুর রহমান সিনিয়র কৃষি প্রকৌশলী কৃষি সম্প্রসারণ, মো. রিয়াদাত হোসেন কনসালটেন্ট মেডিকেল বিশ্ববিদ্যালয়, এনামুল কাদির নির্বাহী প্রকৌশলী, মো. রেজাউল করিম সহকারী প্রকৌশলীসহ রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন রিজিয়ন ও জোনের মোট ৩০জন কর্মকর্তাগণ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালায় এসডিজি, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ, কৃষি কাজে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, সেচকার্যক্রম আধুনিকায়ন সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়।