শিরোনাম

নেত্রকোণা, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান।
আজ বৃহস্পতিবার দুপুর বারোটায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাইফুর রহমান।
সভায় সাংবাদিকরা নিজেদের পরিচয় ও জেলার বিভিন্ন সমস্যা, সমাধানে করণীয় ও সম্ভাবনা নিয়ে জেলা প্রশাসককে অবহিত করেন।
জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, সাহিত্য, সংস্কৃতি, কৃষি ও অনেক গুণীজনের ঊর্ব্বর ভূমি নেত্রকোণা। জেলার উন্নয়নে আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। অনেক সময় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ততার কারণে অনেকের ফোন তাৎক্ষণিকভাবে রিসিভ না করতে পারলেও পরে ব্যাক বা টেক্সট করবো। সাংবাদিকদের জন্য জেলা প্রশাসকের দরজা সবসময়ই উন্মুক্ত থাকবে।
এ সময় তিনি জেলার বিভিন্ন কাজে গণমাধ্যম ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। জেলা প্রশাসক গত ১৭ নভেম্বর যোগদান করেন এবং জেলার কর্মরত সাংবাদিকদের সঙ্গে এটাই তার প্রথম মতবিনিময় সভা।
সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, জেলা প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।