বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১৬:২৪

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ব্যবহার নিশ্চিতকরণে কর্মশালা

টাঙ্গুয়ার হাওরের জলাভূমি ব্যবহার নিশ্চিতকরণে কর্মশালা। ছবি : বাসস

সুনামগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ-প্রতিবেশ রক্ষায় 'জলাভূমি সম্পদের ব্যবহার নিশ্চিতকরণে পরামর্শ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। 

পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কমিউনিটি বেইজড ম্যানেজমেন্ট অফ টাঙ্গুয়ার হাওর ওয়েটল্যান্ড ইকোসিস্টেম শীর্ষক প্রকল্পের আয়োজনে আজ বৃহস্পতিবার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোহাম্মদ কামরুজ্জামান। 

পরিবেশ অধিদপ্তরের প্রকল্প পরিচালক শাহেদা বেগম এর পরিচালনা ও তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক কর্মশালায় সভাপতিত্ব করেন। 

এতে বক্তব্য দেন, পরিবেশ অধিদপ্তরের পরিচালক সুলায়মান হায়দার, পরিচালক (পরিকল্পনা), পরিচালক (প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা) একেএম রফিকুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা) হাসান হাছিবুর রহমান, সিলেট বিভাগীয় উপপরিচালক ফেরদৌস আলম, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়, তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য, টাঙ্গুয়ার হাওর উন্নয়ন ফোরাম এর সভাপতি রাজু আহমেদ রমজান, সাধারণ সম্পাদক আহম্মদ কবির, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান, পরিবেশ রক্ষা আন্দোলন এর সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, আধিবাসী নেতা এন্ড্রু সলোমার, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কেন্দ্রীয় সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুর আলম, টাঙ্গুয়ার হাওর গ্রাম উন্নয়ন কমিটির (গোলাবাড়ি) সভাপতি খসরুল আলম প্রমুখ।