বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১৪:৪৮

তারেক রহমানের জন্মদিনে বরিশালে রক্তদান কর্মসূচি

ছবি : বাসস

বরিশাল, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এ কর্মসূচির আয়োজন করে।

রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আজিজুল হক আক্কাস, বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সৈয়দ আকবর হোসেনসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মানবতার সেবার অংশ হিসেবে এ রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। রক্তদান শেষে স্বেচ্ছাসেবকদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।