শিরোনাম

দিনাজপুর, ২০ নভেম্বর, ২০২৫(বাসস) : দিনাজপুর-১ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম দলীয় মনোনয়ন পাওয়ায় তার নির্বাচনী এলাকায় ধানে শীষে ভোট দেয়ার প্রচারে গণসংযোগ করেছেন।
গতকাল বুধবার বিকেল থেকে রাত সাড়ে ১০ টা পযন্ত দিনাজপুর-১ জাতীয় সংসদীয় আসনের দু'টি উপজেলা বীরগঞ্জ ও কাহারোলে এই প্রচারণা চালান। এবারের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে মনজুরুল ইসলামকে দলীয় মনোনয়ন ঘোষণার পর থেকে তিনি তার নির্বাচনী এলাকায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি লিফলেট বিতরণসহ ধানের শীষে ভোট দেয়ার জন্য ব্যাপক ভাবে প্রচারণা শুরু করেছেন।
তার নির্বাচনী এলাকায় দু'টি উপজেলায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে দিনরাত সভা-সমাবেশ, লিফলেট বিতরণ, উঠান বৈঠক, বিএনপি অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের সঙ্গে পৃথক ভাবে মত বিনিমিয় সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহণে গনজোয়ার সৃষ্টি করেছেন। তিনি তার নির্বাচনী এলাকার সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগের মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনার মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের অন্যতম সদস্য ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবারে ধানের শীষে প্রার্থী মো. মনজুরুল ইসলাম বলেন, আমার প্রধান কাজ হবে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত বীরগঞ্জ ও কাহারোল উপজেলা একটি আধুনিক মডেল নিরক্ষর মুক্ত এলাকা হিসাবে গড়ে তোলা। শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন, কারিগরি শিক্ষার দিকে মনোনিবেশ। এলাকার সব ধরনের জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ব্যবস্থা নিবেন বলে অঙ্গীকার করেন। বিশেষ করে শিশু ও নারীদের উন্নয়নে বিষয়ে পদক্ষেপ গ্রহণে তাদের মূল্যায়ন করা হবে।মাদক ও জুয়ামুক্ত বীরগঞ্জ ও কাহারোল উপজেলা গড়ে তুলতে গুরুত্ব সহকারে কাজ করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মো. শামীম আলী, জেলা বিএনপির অন্যতম সদস্য মো. আবুল হোসেন রাজা, উপজেলা মহিলা দলের সভানেত্রী মোছা. শামীমা পারভীন রনি, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. শাহাজান সিরাজ শিপন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. হুসেন আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. সাদিকুল ইসলাম সাদেকসহ বিএনপির দুই উপজেলার নেতৃবৃন্দ।