বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১২:১৮

রামেক হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক

ছবি : বাসস

রাজশাহী, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাজশাহী মেডিকেল কলেজ (রামেক)  হাসপাতালে সোহাগ আলী (১৮) নামের ভুয়া চিকিৎসককে আটক করা হয়েছে। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার বাসিন্দা। 

বুধবার রাত সোয়া ৮ টার দিকে রামেক হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ড থেকে আনসার সদস্যরা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ তথ্য নিশ্চিত করে রামেক হাসপাতালের ওয়ার্ড মাস্টার মোশাররফ হোসেন জানান, ভুয়া চিকিৎসক সোহাগ হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। এ সময় এক ব্যক্তির সন্দেহজনক মনে হলে ডিউটিরত আনসার সদস্য শাহিনুর রহমান ও তাজুল ইসলামকে জানায়। তারা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে জিজ্ঞাসাবাদ করে নিশ্চিত হয় তিনি একজন প্রতারক ও ভুয়া ডাক্তার। এরপর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আরও জানান, তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।