শিরোনাম

নারায়ণগঞ্জ, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এই বিষয়টা আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করছি।
তিনি বলেন, নারায়ণগঞ্জের প্রতিটি ঘরে আমরা এই বার্তা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষের প্রতিক্রিয়া দেখে আমরা আশাবাদী যে, নির্বাচনে জাতীয়তাবাদী দলের পক্ষে একটি ইতিবাচক বিপ্লব ঘটবে।
বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের বাবুরাইলে ধানের শীষের গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় দলীয় নেতাকর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট বিতরণ করেন।
মাসুদুজ্জামান বলেন, স্বৈরাচারী শক্তিকে প্রতিহত করতে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু হবে সেই নিশ্চয়তা ভোটারদের দিচ্ছি। আপনারা নির্বিঘ্নে ভোট দেবেন। কোনো অপশক্তি আপনাদের ভোট প্রদানে বাঁধা দিতে পারবে না।
গণসংযোগকালে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সদস্য মনোয়ার হোসেন শোখন, শরীফুল ইসলাম শিপলু, ফারুক হোসেন, মহানগর যুবদলের সভাপতি মনিরুল ইসলাম সজল ও সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ।