বাসস
  ২০ নভেম্বর ২০২৫, ১১:৫১

বরিশালে বাজার পরিদর্শন করলেন নতুন ডিসি

বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত চৌমাথা বাজার পরিদর্শন করেন। ছবি : বাসস

বরিশাল, ২০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরিশালে নবাগত জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিদর্শন করেছেন।

বুধবার সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডে অবস্থিত চৌমাথা বাজার পরিদর্শন করেন জেলা প্রশাসক খায়রুল আলম। নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন, মাছ-মাংস, কাঁচাবাজার, মিষ্টির দোকান, মুদি দোকান পরিদর্শন করেন তিনি। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে খাদ্য নিরাপত্তা, স্থিতিশীল বাজারদর ও সামগ্রিক পরিবেশ নিয়ে সচেতনতামূলক বার্তা মতবিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) সদর, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা, ভেটেরিনারি সার্জন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক, নিরাপদ খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।