শিরোনাম

বান্দরবান, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বান্দরবান-কেওক্রাডং পর্বতে যাতায়াত ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি।
জেলা প্রশাসন এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক এস এম হাসান, ট্যুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ইনচার্জ মো. মাহাবুব আলম, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক অরুণ সরকার, মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমবায় সমিতির সভাপতি মো. নাছিরুল আলম ও সম্পাদক নেজাম উদ্দিন প্রমুখ সহ বিভিন্ন যানবাহন সমিতির প্রতিনিধি এবং স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে হবে। পর্যটকদের হয়রানি বা আর্থিক ক্ষতির মতো কোনো কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, প্রশাসনের অনুমতি ও নিয়ম না মেনে গহীন পাহাড়ে ভ্রমণ ঝুঁকিপূর্ণ। পর্যটকদের নিবন্ধিত গাইড ছাড়া বান্দরবানের বিভিন্ন গন্তব্যে ভ্রমণ না করার জন্য তিনি অনুরোধ করেন। এছাড়াও পাহাড়ি সড়কে মোটরসাইকেল ও গাড়ির গতিসীমা মেনে চলার আহ্বান জানান।
সভায় রুমা উপজেলার কেওক্রাডং পর্বতে যাতায়াতের জন্য যানবাহনের ভাড়া কমানোর বিষয়ে আলোচনা হয়। বান্দরবান মাইক্রোবাস-জীপ-পিকআপ মালিক সমবায় সমিতির নেতৃবৃন্দ পর্যটকদের সুবিধা বিবেচনায় ভাড়া কমানোর সিদ্ধান্তে তাদের সম্মতি জানান।