বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ২০:৩৫

সিরাজগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন 

রোপা আমনের বাম্পার ফলন । ছবি : বাসস

হারুন অর রশিদ খান হাসান

সিরাজগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় এবার রোপা আমন ধান চাষাবাদে বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যেই ধান কাটা পুরোদমে শুরু হয়েছে।  

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় প্রায় ৭৮ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ লক্ষ্যমাত্রার চেয়ে বেশি চাষাবাদ করেছে কৃষকেরা। জেলার তাড়াশ, রায়গঞ্জ ও উল্লাপাড়া সহ সব উপজেলার বিভিন্ন স্থানে নানা জাতের রোপা আমন ধানের চাষ হয়েছে। এর মধ্যে রয়েছে ব্রি ধান ৯০, ৭১, ৭৫, ৪৯, ১০৩ জাতের রোপা আমন ধানের চাষ হয়েছে। 

স্থানীয় কৃষকরা জানান, রোপা আমন চাষাবাদে খরচ কম হওয়ায় কৃষকরা বেশি রোপণ করেছেন এবং বাম্পার ফলন হয়েছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন স্থানে পুরোদমে ধান কাটাও শুরু হয়েছে। ইতোমধ্যেই প্রায় ৪০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। এ নতুন ধান হাট-বাজারে উঠছে। দাম ভালো থাকায় হাসি ফুটেছে কৃষকের মুখে। 

এ বিষয়ে জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা জানান, রোপা আমন চাষাবাদে কৃষকদের নানারকম সহযোগিতা ও পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। এবার লক্ষ্যমাত্রার চেয়ে চাষাবাদ কিছুটা বেশি হয়েছে। ইতোমধ্যেই পুরোদমে এ ধান কাটা শুরু হয়েছে।