বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ২০:০৩

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু 

গাজীপুর, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার টঙ্গীতে আজ ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে বাস চাপায় অপ্সাতনামা এক নারীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১১টার দিকে টঙ্গী হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় শেরপুরগামী সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতনামা এক নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত নারীর পরিচয় শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহেদুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে । তার পরিচয় শনাক্তের জন্য পুলিশের কাজ করছে।