বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৯:৩৬

বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ

চেক বিতরণ। ছবি : বাসস

বান্দরবান, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : বান্দরবানে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চেক বিতরণ করা হয়। জেলা প্রশাসক শামীম আরা রিনি প্রধান অতিথি হিসেবে মো. কামাল উদ্দিনের হাতে ১৮ লাখ টাকার চেক তুলে দেন।

চেক গ্রহণ শেষে মো. কামাল উদ্দিন জানান, জেলা প্রশাসক শামীম আরা রিনি ও অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হকের আন্তরিকতা ও সহযোগিতায় এই চেক পেয়েছি। কাউকে এক টাকাও অনৈতিকভাবে দিতে হয়নি। ভবিষ্যতেও যাতে সাধারণ মানুষ সহজে ক্ষতিপূরণ পেতে পারে, সে বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করছি।

অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক বলেন, দীর্ঘদিন পর একটি এল এ মামলার নিষ্পত্তি হলো। 

রুমা উপজেলার ৩৬৬ নম্বর সেংগুম মৌজার মৃত সুবেদার জাফর আহমেদের ছেলে কামাল উদ্দিনের কাছে ১৮ লাখ টাকার ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়েছে।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম হাসান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়া দত্ত, ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. মাহাবুব আলম ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।