বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৬

মাগুরায় হাইড্রোলিক হর্ন জব্দ, জরিমানা 

মাগুরা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ এবং চারহাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ বুধবার সদর উপজেলার যশোর রোড পৌর বর্জ্য পরিশোধনাগার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম, রাফাত আল মেহেদী ও মোহাম্মদ সাইদুন নবী জোহা।

এসময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেলায় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক শোইয়াইব মোহাম্মদ শোয়েব।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সদর উপজেলার যশোর রোড পৌর বর্জ্য পরিশোধনাগার এলাকায় অভিযানকালে শব্দদূষণকারী হাইড্রোলিক হর্ন ব্যবহার ও বিধি লঙ্ঘনের দায়ে ৪টি মোটরযানকে মোট চারহাজার টাকা জরিমানা এবং একই সঙ্গে ৭টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।