বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৯:২৩

সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা 

পেশাজীবী গাড়ি চালকদের প্রশিক্ষণ কর্মশালা । ছবি : বাসস

সাতক্ষীরা, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে পেশাজীবি গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

্আজ বুধবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেলের উদ্যোগে সাতক্ষীরা সিটি কলেজে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম। 

প্রশিক্ষক হিসেবে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা সিভিল সার্জন এর প্রতিনিধি ডাঃ জয়ন্ত সরকার, ট্রাফিক পুলিশ পরিদর্শক মশিউর রহমান প্রমুখ। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক। 

প্রধান প্রশিক্ষক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম চালদের উদ্দেশ্যে বলেন, যাত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, পরিস্কার পরিচ্ছন্নতায় গাড়ি চালাতে হবে, প্রতিটি যাত্রীবাহী গাড়িতে সরকার নির্ধারিত ভাড়ার চার্ট ঝুলাতে হবে এবং অতিরিক্ত ভাড়া নেয়া যাবে না। নারী ও প্রতিবন্ধী আসন নিশ্চিত করতে হবে।

এ কর্মশালায় জেলার ১৫১ জন পেশাজীবি চালক অংশগ্রহণ করেন।