শিরোনাম

মুন্সীগঞ্জ, ১৯ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় পদ্মাসেতু উত্তর থানা এলাকা থেকে চারশ’ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল সহ শমসের আলী (৩২), মো. রানা (৩৮) এবং অছির উদ্দিন (৪০) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার দিবাগত বুধবার রাত ২ টায় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় খানবাড়ী সিএনজি স্ট্যান্ডে অভিযানকালে তাদেরকে আটক করা হয়।
আটক শমসের আলী ঢাকা জেলার কামরাঙ্গিচর থানা এলাকার আসাদুল্লার ছেলে। অন্যদিকে, আটক মো. রানা শরীয়তপুর জেলার জাজিরা থানার আমিন উদ্দিনের ছেলে এবং অছির উদ্দিন ঝিনাইদহ জেলার মহেশপুর থানার জয়নাল উদ্দিনের ছেলে।
মুন্সীগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কাজী হুমায়ুন রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জেলার গোয়েন্দা পুলিশ মঙ্গলবার দিবাগত রাত ২ টায় পদ্মা সেতু উত্তর থানা এলাকায় খানবাড়ী সিএনজি স্ট্যান্ডে অভিযান পরিচালনা করে। অভিযানকালে পুলিশ আটককৃত আসামীদের নিকট থেকে চারশ’ বোতল নিষিদ্ধ মাদক ফেন্সিডিল জব্দ করে।
পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হোসেন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।