বাসস
  ১৯ নভেম্বর ২০২৫, ১৭:৫০

সাতক্ষীরায় সড়কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা

আজ সাতক্ষীরায় সড়কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে প্রচারণা। ছবি : বাসস

সাতক্ষীরা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে সড়ক দুর্ঘটনা রোধে সাতক্ষীরায় মাসব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসায় সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা চালানো হচ্ছে। 

বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের আয়োজনে আজ বুধবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক দুর্ঘটনা রোধে গণসচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার উসমান সরওয়ার আলম, মোটরযান পরিদর্শক মো. ওমর ফারুক ও উচ্চমান সহকারী মো. নাছির উদ্দিন প্রমুখ

প্রচারণা সভায় বক্তরা সড়ক দুর্ঘটনা রোধে ছাত্রীদের পথে চলাচল ও ট্রাফিক সাইনসহ বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ দেন। এ সময় বিভিন্ন প্রকার ট্রাফিক সাইনের লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়।