শিরোনাম

কুড়িগ্রাম, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার চর ঝাউকুটি এলাকার মো. খলিল মিয়া (২৭) ও পূর্ব ফুলমতি এলাকার মো. আজিজুল হক (৪৬)।
তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া অফিসার ও উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম।
জানা গেছে, ফুলবাড়ী থানার ওসি’র দিকনির্দেশনায় থানার একটি আভিযানিক দল ২ নম্বর শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইগাজী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান, এ ঘটনায় ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে এমন অভিযান নিয়মিত চলবে।