শিরোনাম

ফেনী, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ফেনীতে সড়ক দুর্ঘটনায় রিপন মিয়া (৫০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় হেল্পার কামাল হোসেন (৩৪) আহত হয়েছেন।
আজ বুধবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
মহিপাল হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বুধবার ভোরে রামপুর সম্রাট ফ্যাক্টরির সামনে একটি কাভার্ডভ্যান হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এতে পেছনে থাকা ঢাকামুখী ট্রাকটি কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়। এ সময় ট্রাকচালক ঘটনাস্থলেই নিহত হন ও হেল্পার আহত হন।
হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হারুন অর রশিদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাসসকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যান অপসারণ করে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়।
কাভার্ডভ্যানটি নিয়ে চালক পুলিশ আসার আগেই পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে পুলিশ জানায়।