শিরোনাম

নাটোর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চলতি রবি মৌসুমে জেলার ৩৪ হাজার ৭০০ জন কৃষককে ছয়টি শস্য আবাদের জন্য কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এজন্যে সার ও বীজ বাবদ কৃষি মন্ত্রণালয় পাঁচ কোটি ১১ লাখ টাকা বরাদ্দ প্রদান করে।
জেলার সাতটি উপজেলায় কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কমিটি সংশ্লিষ্ট উপজেলার উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা প্রণয়ন করে। পরে জেলা কমিটি ঐ তালিকা চূড়ান্ত করার পরে উপজেলাতে কৃষক পর্যায়ে প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু করা হয়।
প্রণোদনার আওতায় উপকারভোগী কৃষকদের পর্যায়ক্রমে এক বিঘা করে জমি আবাদের প্রয়োজনীয় গম, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, সরিষা, মসুর ও খেসারি ডালের বীজ এবং রাসায়নিক সার প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মো. হাবিবুল ইসলাম খান বলেন, ‘বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রণোদনার উপকরণ গ্রহণ করে কৃষকরা উপকৃত হয়েছেন। তারা কৃষিতে দেশের মোট উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখতে পারবেন।’