শিরোনাম

সিলেট, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নতুন বাংলাদেশের অন্যতম কারিগর যুব সমাজকে রক্ষার্থে মাদকের আগ্রাসন রুখে দেয়ার আহ্বান জানিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
আজ মঙ্গলবার সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত বিভাগীয় আঞ্চলিক টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।
বিভাগীয় কমিশনার বলেন, দিন-দিন মাদকসেবীর সংখ্যা বেড়ে যাচ্ছে। মাদকের সহজলভ্যতার কারণে স্কুল- কলেজের শিক্ষার্থীরা মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ছে। আগামীর সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের এ আগ্রাসন থেকে রক্ষার জন্য শিক্ষাপ্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে মাদকের কুফল সম্পর্কে সচেতন করার পাশাপশি মাদকবিরোধী আন্দোলন বেগবান করতে হবে।
সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) দেবজিৎ সিংহ, অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আনোয়ারুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব মু. মাসুদ রানাসহ টাস্কফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।