বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ২২:৫০

জিয়াউর রহমান গ্রাম বাংলার উন্নয়নের প্রতীক ছিলেন : সাবেক এমপি হাবিব

ছবি : বাসস

সাতক্ষীরা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রাম বাংলার উন্নয়নের প্রতীক ছিলেন। 

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া তার শাসনামলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেওয়া প্রকল্প বাস্তবায়ন করেছেন। তিনি গ্রাম বাংলার উন্নয়নে অনেক কাজ করেছিলেন।

আজ মঙ্গলবার বিকেলে সরুলিয়া ইউনিয়নের জুজখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনী মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাবিব বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বিনামূল্যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন প্রণয়ন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেন। 

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিব আরও বলেন, বেগম খালেদা জিয়া নারী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি ও শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে শিক্ষাক্ষেত্রে অগ্রগতি নিশ্চিত করেছেন। 

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হতে পারলে পাটকেলঘাটা থানাকে উপজেলায় রূপান্তর করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সমাবেশে তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।