শিরোনাম

নাটোর, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : নাটোরের নলডাঙ্গায় বিএনপি’র উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার রামশার কাজীপুর আমতলী বাজারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক উপমন্ত্রী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বৈঠকে এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পতনের পর দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। গত বছরের জুলাই আগস্টে দেশের ছাত্র-জনতার ওপরে গণহত্যার দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় সেই আইনের শাসন প্রতিষ্ঠার দৃষ্টান্ত। শেখ হাসিনার সময় দেশে হাজার হাজার মানুষকে হত্যা, গুম, নির্যাতন করা হলেও মানুষ কোনো বিচার পায়নি। আজো শত শত মা তার সন্তানের সন্ধান পায়নি, বিচারও পায়নি।
তিনি বলেন, শেখ হাসিনা আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল করে ১৯৭১ সালের যুদ্ধাপরাধের অভিযোগে যে বিচার করেছিল তাতে অসংখ্য অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ ছিল। কিন্তু বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে যে রায় দিয়েছে সেখানে সব নিয়ম নীতি অনুসরণ করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হয়েছে।
সমাবেশে দুলু বলেন, শেখ হাসিনা ও তার সাবেক এমপি মন্ত্রীরা ভারতে পালিয়ে থেকে বাংলাদেশকে অশান্ত করতে নিজেদের অনুসারীদের দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করে মানুষের জীবনকে অশান্ত করার অপচেষ্টা করছে।
দেশের মানুষ তাদের আন্দোলনে কোনো সাড়া দিচ্ছে না। বরং আদালতের ন্যায় বিচারে মানুষ খুশি হয়ে মিষ্টি বিতরণ করেছে। রায়ের পর প্রকাশ্য রাস্তায় শত শত মানুষ মাটিতে সিজদা করে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছে। ন্যায় বিচার পেয়ে অনেকে স্বজন হারানোর কষ্ট ভুলে আনন্দ প্রকাশ করেছে।
স্থানীয় বিএনপি নেতা মঞ্জুরুল ইসলাম হযরতের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সদস্য মো. শহীদুল ইসলাম বাচ্চু, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন প্রমুখ।