বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৮:২৪
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৮:২৭

মুন্সীগঞ্জে দু’টি ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ, ১৮ নভেম্বর ২০২৫ (বাসস): জেলার টংগিবাড়ী উপজেলায় আজ মেয়াদোত্তীর্ণ ওষুধ সংক্ষণ ও বিক্রির দায়ে দু’টি ফার্মেসির মালিককে মোট ১৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার টংগিবাড়ীর উপজেলার দিঘীরপাড় বাজারে মনিটরিংকালে রহমানিয়া আজাদ ফার্মেসির এবং আল আজিজ ড্রাগ হাউজের মালিককে এ জরিমানা করা হয়।

অভিযানকালে পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার টংগিবাড়ীর উপজেলার দিঘীরপাড় বাজারে মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির জন্য প্রদর্শনের দায়ে রহমানিয়া আজাদ ফার্মেসির মালিক মো. দেলোয়ার হোসেনকে পাঁচহাজার টাকা এবং আল আজিজ ড্রাগ হাউজের মালিক মো. নবীদুর রহমানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানকালে উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।