বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৫৭

বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় একজন নিহত

বরগুনা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): বরগুনায় মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল চন্দ্র শীল (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। 

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে বরগুনা শহরের টাউন হল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্যামল চন্দ্র শীল পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়নের কালিপুর গ্রামের বাসিন্দা।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ ইয়াকুব হোসাইন বলেন, শহরের টাউন হল সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন শ্যামল। এ সময় বেপরোয়া একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনিা বলেন, পরে ২৫০ শয্যা বিশিষ্ট বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শ্যামল চন্দ্র শীলের টাউনহল চত্বরে সেলুনের একটি দোকান রয়েছে।