বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৬:৫১

ঠাকুরগাঁওয়ে বাঁশগাড়া বিদ্যালয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ

কোলাজ : বাসস

ঠাকুরগাঁও, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস): ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যাগাজিন অনুষ্ঠান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার উপজেলার বাঁশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এ ম্যাগাজিন অনুষ্ঠান। দিনব্যাপী অনুষ্ঠিত ম্যাগাজিন অনুষ্ঠানে শিক্ষার্থীরা উৎসাহের সাথে অংশগ্রহণ করে। 

স্কুলের প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসা আলী। 

সহকারী উপজেলা শিক্ষা অফিসার বলেন, প্রত্যন্ত গ্রামাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার দ্যুতি ছড়িয়ে দেবার জন্য শিক্ষক অভিভাবকসহ সমাজের সকল স্তরের মানুষের ঐক্যবদ্ধ প্রয়াস দরকার।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সহকারী শিক্ষিকা মালেকা বানু, শাহিনা চৌধুরী ও আলী আকবর।

প্রধান শিক্ষিকা ইয়াছমিন আরা পারভীন বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের চরিত্র গঠন, দেশপ্রেম, সংস্কৃতি চর্চা, মূল্যবোধ জাগ্রত করার কাজটি তাদের কাছে উপভোগ্য করার লক্ষ্যে এ আয়োজন। বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত উদ্যোগের অংশ হিসেবে এ অভিভাবক সমাবেশ করা হয়। 

এ সময় শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে। 

অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিবাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।