শিরোনাম

ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৫ (বাসস): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫-এর মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর (বৃহস্পতিবার, রোববার ও সোমবার) তারিখে।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র শহীদ সাজিদ ভবনের নিচতলায় অবস্থিত জকসু নির্বাচন কমিশন কার্যালয় থেকে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। প্রতিটি মনোনয়নপত্রের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।
হল শিক্ষার্থী সংসদের মনোনয়নপত্র নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের অফিস কক্ষ থেকে সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংগ্রহ করা যাবে। এর মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ের পর আর কোনো মনোনয়নপত্র বিতরণ করা হবে না।
নির্বাচনের পূর্ব ঘোষিত সূচি অনুযায়ী, গত ৬ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা সংক্রান্ত আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হয়েছে।
মনোনয়নপত্র দাখিল ১৭ ও ১৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই ১৯ ও ২০ নভেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৩ নভেম্বর। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি।
এছাড়া ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ৪, ৭ ও ৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচারণা চালানো যাবে ৯ থেকে ১৯ ডিসেম্বর। ভোটগ্রহণ ২২ ডিসেম্বর।