বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৭:৪১

ফেনীতে স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ

ফেনীতে আজ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে অনুদানের চেক বিতরণ। ছবি : বাসস

ফেনী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): ফেনীতে ৩৯টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মধ্যে ২০২৪-২০২৫ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক।

মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক নাছরিন আক্তার অনুষ্ঠান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন, ছাগলনাইয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম, পরশুরাম উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তারিন বাশার, সোনাগাজী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নারগিস আক্তার ও মহিলা বিষয়ক অধিদপ্তর ফেনীর প্রোগ্রাম অফিসার ইদ্রিছ উল্যাহ।

এ সময় বক্তব্য দেন মিতালী মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুৎফর নাহার ও ইয়ারপুর মহিলা কল্যাণ সংস্থার চেয়ারম্যান হোসনে আরা কাউসার।

অনুষ্ঠানে সুবিধাভোগী সমিতির লোকজন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ৩৯টি সমিতির মধ্যে নয় লাখ ৩৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মনিরা হক বলেন, নারীদের দক্ষ করে তোলার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করলে দেশের অগ্রগতি সহজ হবে। বাল্য বিবাহ বন্ধে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।