শিরোনাম

রাঙ্গামাটি, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে রাঙ্গামাটি জেলা বিএনপির নেতা-কর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নম্বর আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক দীপেন দেওয়ান।
বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাবেদুল আলম। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙ্গামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
এছাড়া উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সভাপতি মমতাজ মিয়া, জেলা তাঁতী দলের আহ্বায়ক মো. শফি, জেলা কৃষক দলের সভাপতি অলোক প্রিয় রিন্টু, জেলা জাসাস সভাপতি কামাল হোসেন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে দীপেন দেওয়ান বলেন, বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে অটল ও অবিচল। দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।
জনগণই আমাদের শক্তি, আগামী নির্বাচনকে সামনে রেখে তিনি দলকে সুসংগঠিত করার আহবান জানান। সভায় বাঘাইছড়ি উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতি, সম্পাদকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় যোগদানের পূর্বে তিনি বাঘাইছড়ির ‘বড় হুজুরের’ মাজার জিয়ারত করেন। পরে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রয়াত সংগঠক মরহুম জসীমউদ্দিনের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।