বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৫:৪৭

নেত্রকোনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নেত্রকোনায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র  ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। ছবি: বাসস

নেত্রকোনা, ১২ নভেম্বর, ২০২৫(বাসস) : ‘দক্ষ জনশক্তি, দেশ গঠনের মূল ভিত্তি’ এই প্রতিপাদ্যে জেলায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি'র  ৫৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায়  দিবসটি উদযাপনের লক্ষ্যে  জেলা শহরের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়ায় জেলা প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে প্রেসক্লাবের মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘কারিগরি শিক্ষায় আমরা অনেক পিছিয়ে আছি,এখনো আমরা কারিগরি শিক্ষাকে সবার কাছে পৌঁছাতে পারিনি,এখনো আমাদের অনেক মানুষ মনে করে কারিগরি শিক্ষা গ্রহণ করবে শুধুমাত্র  গরীব পরিবারের সন্তানেরা,কিন্তু আমরা যদি জাপানসহ পৃথিবীর অনেক উন্নত দেশের দিকে তাকাই তাহলে আমরা সঠিক চিত্র বুঝতে পারবো। 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সভাপতি এস এম মুসা'র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাদেক খান ও আলহাজ্ব ইঞ্জিনিয়ার এ বি মোহাম্মদ আলী'র সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. রেহান মিয়া রায়হান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুল কবীর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. নায়েব আলী খাঁন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. হুমায়ুন কবীর, নেত্রকোনা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রতন কুমার পন্ডিত,নেত্রকোনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন, রুজেল শিক্ষা পল্লী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আলম হাদী।