বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৪:১৬

সিলেটের রনি হত্যা মামলার পরিকল্পনাকারী ইমা গ্রেফতার

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : র‌্যাব-৯ ও ২-এর যৌথ অভিযানে সিলেটের গোলাপগঞ্জে রনি হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ইমাকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

১১ নভেম্বর ঢাকার বংশাল থানাধীন নবাব গার্ডেন রেস্টুরেন্ট এন্ড কাবাব দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তানজিদা সুলতানা ইমা (২৭) সিলেট জেলার বিয়ানী বাজার থানার ঢেউ নগর গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

গত ১০ আগস্ট ২০২৫ তারিখ রাতে রনিকে হত্যা করা হয়।

এই ঘটনায় ভিকটিমের ভাই বাদী হয়ে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।