বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৭

হাবিপ্রবির শিক্ষকদের ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা 

হাবিপ্রবির শিক্ষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত। ছবি: বাসস

দিনাজপুর, ১২ নভেম্বর, ২০২৫(বাসস): হাবিপ্রবির শিক্ষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর সাড়ে ১২ টায় হাবিপ্রবি জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন,আজ সকাল সাড়ে ৯টায় হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর ব্যবস্থাপনায় হাবিপ্রবির বিভিন্ন বিভাগের সহকারী অধ্যাপক ও প্রভাষকদের জন্য ‘আউটকাম বেইজড এডুকেশন (ঙইঊ) ক্যারিকুলা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়েছে।

হাবিপ্রবি'র আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কর্মশালা আজ বিকেল ৪'টায় সমাপনী হবে।

আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হাবিপ্রবির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা। তিনি কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বলেন, আউটকাম বেইজড এডুকেশন সিস্টেম গুরুত্বপূর্ণ, হাবিপ্রবিতে পর্যাপ্ত শিক্ষক না থাকায় এটা বাস্তবায়ন করা খুব কঠিন হয়ে গেছে। তবে ইউজিসি’র প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া গেলে বাস্তবায়ন করা সম্ভব হবে। এটা বাস্তবায়ন করতে পারলে লেখাপড়া আরও প্রাক্টিক্যাল বেইজড হবে এবং এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। পরিশেষে তিনি এ ধরণের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ও ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির। তারা বক্তব্যে বলেন, এই পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারলে শিক্ষার্থীরা আরও দক্ষ, কর্মসংস্থান উপযোগী এবং বাস্তবমুখী জ্ঞান অর্জন করবেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সার্বিক ভাবে উন্নত হবে তারা আশ্বস্ত করেন।

প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক কৃষিবিদ প্রফেসর ড.মো. সাইফুল হুদা এবং কর্মশালাটি পরিচালনা করেন এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহকারী অধ্যাপক মো. রুবায়েত আল ফেরদৌস নোমান।