বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১৩:১২

রংপুরে যুবলীগ নেতাসহ ২ জন গ্রেফতার

ছবি: বাসস

রংপুর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টা ও নাশকতাসহ সরকারবিরোধী তৎপরতার অভিযোগে জেলা পুলিশের অভিযানে যুবলীগ নেতাসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

রংপুর জেলার মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম ছিদ্দিকী আজ সকালে একথা জানান। 

গ্রেফতারকৃতরা হলেন, কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডল ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপ (৫০)। ফুয়াদ মণ্ডল কাফ্রিখাল ইউনিয়নের দর্পনারায়নপুর গ্রামের আব্দুর রাজ্জাক মণ্ডলের পুত্র। তিনি কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের সদস্য এবং সাবেক এমপি এইচ.এন. আশিকুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১১ টার দিকে মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জ এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় হত্যা মামলার আসামি ও কাফ্রিখাল ইউনিয়ন যুবলীগের সভাপতি ফুয়াদ মণ্ডলকে গ্রেফতার করা হয়।

তাজহাট থানা পুলিশের অপর এক অভিযানে গতকাল দিবাগত রাত ১০টার দিকে রংপুর নগরীর দর্শনা মোড় এলাকা থেকে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রায়হান আলী গোলাপকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

ওসি নুরে আলম ছিদ্দিকী জানান, ইউনিয়ন যুবলীগ নেতা ফুয়াদ মণ্ডল ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলার আসামি। গণ-অভ্যুত্থানের পর ফুয়াদ মণ্ডল পলাতক ছিলেন। মঙ্গলবার রাতে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার তাকে আদালতে তোলা হবে।