বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১১:৩২

বরিশালে কৃষকদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ। ছবি: বাসস

বরিশাল, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বরিশাল সদর উপজেলার প্রান্তিক পর্যায়ের কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা।

বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। প্রান্তিক কৃষকদের উৎপাদন খরচ কমিয়ে স্বনির্ভর করতে বিভিন্ন ধরনের প্রণোদনা ও সহায়তা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠান শেষে কৃষকদের হাতে ধান চাষের উপযোগী উন্নত মানের বীজ ও রাসায়নিক সার তুলে দেন অতিথিরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।