বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১১:২০

পটুয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর বাউফলে লিফলেট বিতরণ করা হয়। ছবি: বাসস

পটুয়াখালী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে জেলার বাউফলে লিফলেট বিতরণ করা হয়েছে। এ সময় পথসভা অনুষ্ঠিত হয়েছে। 

সাবেক সংসদ সদস্য সহিদুল আলম তালুকদারের নির্দেশনায় গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ধূলিয়া বাজারে এ কর্মসূচি পরিচালনা করা হয়। 

পথসভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সদস্য এবং ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী সালমা আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল পৌর বিএনপির সভাপতি শাজাহান হাওলাদার, উপজেলা বিএনপির সদস্য ও নাজিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক জসিম উদ্দিন এবং বাউফল পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক আব্দুর রহমান সেলিম।

কর্মসূচিতে পৌর বিএনপি, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ অংশ নেন। নেতৃবৃন্দ ৩১ দফা বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরেন। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করা ও দলকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।