বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ১১:১১

টাঙ্গাইলে সাত দিনব্যাপী ভাসানী মেলা শুরু

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ মঙ্গলবার ভাসানী মেলা-২০২৫ এর উদ্বোধন করেন। ছবি: বাসস

টাঙ্গাইল, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে জেলার পৌর এলাকার সন্তোষ মাজার প্রাঙ্গণে সাত দিনব্যাপী ভাসানী মেলা গতকাল শুরু হয়েছে। 

মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গতকাল মঙ্গলবার ভাসানী মেলা-২০২৫ এর উদ্বোধন করেন। 

এ সময়  মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, ন্যাপ ভাসানীর সভাপতি হাসরত খান ভাসানীসহ মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

মওলানা ভাসানী ফাউন্ডেশন ও খোদা-ই-খেদমত গার-এর আয়োজনে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও দেয়াল পত্রিকা প্রকাশ, ওরশ, স্মরণ সভা, গণভোজসহ সাত দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে।