শিরোনাম

চাঁদপুর, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : চাঁদপুরের মোহনপুরে মুন্সীগঞ্জের কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজি দলের পাঁচ সদস্যকে অস্ত্র, স্পিড বোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।
আটকৃতরা হলেন, এবাদুল্লাহ গাজী (৫০), আনোয়ার হোসেন (৫৫), জসিম উদ্দিন (৫০), এস এম আলমগীর (৪৫) ও মো. জোবায়ের খান (২৭)।
গতকাল মঙ্গলবার রাতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোয়েন্দা সূত্রে জানা গছে চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন ধরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌ রুটে নৌযানে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানা অপকর্ম করে আসছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০ টায় কোস্টগার্ড মোহনপুর আউটপোস্ট ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাল্কহেড এ ডাকাতির সময় একটি বিদেশি শটগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকি টকি, ৬টি মোবাইল, একটি স্পিড বোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ ওই ৫ জনকে আটক করা হয়।
তিনি বলেন, জব্দকৃত মালামাল ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। অভ্যন্তরীণ নৌপথকে নিরাপদ রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।