শিরোনাম

পটুয়াখালী, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস): জেলার কলাপাড়া উপজেলার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হককে (৩২) গ্রেপ্তার করা হয়েছে।
পৌরসভার কলেজ রোড এলাকা থেকে গতকাল মঙ্গলবার রাতে নাজমুল হককে কলাপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।
তথ্য নিশ্চিত করে কলাপাড়া থানার ওসি মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, কয়েকটি মামলার আসামি নাজমুল হককে গ্রেপ্তার করা করা হয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।