শিরোনাম

কুমিল্লা, ১২ নভেম্বর, ২০২৫ (বাসস) : কুমিল্লা-৫ বুড়িচং-ব্রাহ্মণপাড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. জসিম উদ্দিন পথসভা ও গণসংযোগ করছেন।
নির্বাচনী এলাকায় আশাবাড়ি, বেগমাবাদ, নারায়ণপুর, নাগাইশ, বাকশীমুলে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিটি আয়োজনে নেতা-কর্মী ও সাধারণ মানুষ ধানের শীষ প্রতীকের মিছিল ও শ্লোগানে উজ্জীবিত করে রাখেন।
বিএনপি’র মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
মো. জসিম উদ্দিন কুমিল্লা জেলা দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব হিসেবে দায়িত্বে রয়েছেন। পাশাপাশি জসিম উদ্দিন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি। বিএনপিকে কুমিল্লা-৫ নির্বাচনী এলাকায় সংগঠিত করতে তিনি দীর্ঘ তিন দশক ধরে নিরলস ভাবে সম্পৃক্ত। বিগত আন্দোলনে কারাবরণ করেছেন জসিম উদ্দিন।