বাসস
  ১২ নভেম্বর ২০২৫, ০০:৫৪

সাভারে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

ছবি : বাসস

সাভার, ১১নভেম্বর, ২০২৫ (বাসস) : সাভারে নাশকতার পরিকল্পনায় যুক্ত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ঢাকা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আকাশ হোসেন যুবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে সাভার পৌরসভার রেডিওকলোনী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতার আকাশ হোসেনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা, সাভার-আশুলিয়া এলাকায় ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এরপর থেকেই আত্মগোপনে ছিল সে। তাকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।