বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ২০:৪৪

সাতক্ষীরায় অস্ত্র ও মাদকসহ আটক ১

সাতক্ষীরা, ১১ নভেম্বর ২০২৫ (বাসস):  জেলায় আজ সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে যৌথ অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ মামুন কয়াল নামের একব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

আজ মঙ্গলবার ভোররাতে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে শ্যামনগর উপজেলার ভেটখালী এলাকা থেকে এসব সামগ্রি সহ ওই ব্যক্তিকে আটক করা হয়। 

মঙ্গলবার বিকালে কোস্ট গার্ড-এর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

আটককৃত মামুন কয়াল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার বয়াসিং এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে কোস্ট গার্ড স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নের ভেটখালী বাজার সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১ টি একনলা বন্দুকসহ মামুন কয়াল নামের একব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর, তার দেওয়া তথ্যের ভিত্তিতে শ্যামনগর থানাধীন বয়াসিং সংলগ্ন একটি খালের পাশে প্ুঁতে রাখা ১ টি বিদেশী ৯ এমএম পিস্তল, ১ টি ওয়ান শুটার গান এবং ৮ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এছাড়াও বিজিবির সহায়তায় মামুন কয়ালের বাড়িতে অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, অস্ত্র, গোলাবারুদ, মাদক-সহ আটককৃত ব্যক্তি সম্পর্কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।