শিরোনাম

শেরপুর, ১১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের (এনআইএলজি) উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ‘গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগণের দায়িত্ব ও কর্তব্য’ শীর্ষক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত তিনদিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) আরিফা সিদ্দিকার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মো. রাকিবুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান ভুঁঞা।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা সহ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদে কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।