শিরোনাম

মুন্সীগঞ্জ, ১১ নভেম্বর ২০২৫ (বাসস): মুন্সীগঞ্জ জেলা সদরে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রির দায়ে ফামের্সি মালিককে ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ মঙ্গলবার জেলা সদরের সুপার মার্কেটে মনিটরিং করার সময় মুন্নী ফার্মেসিকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ শাখা কার্যালয় সূত্র জানায়, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি পর্যবেক্ষক দল জেলা সদরের সুপার মার্কেট এলাকায় মনিটরিং করে।
মনিটরিংকালে মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রদর্শন এবং সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালত মুন্নী ফার্মেসির মালিক শাহ আলমগীরের কাছ থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করে। একই সাথে আদালত তাকে মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রি, সংরক্ষণ ও প্রদর্শন না করার নির্দেশ দেয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ অভিযান পরিচালনা করেন। এসময় সহযোগিতা করেন জেলা স্যানেটারি ইন্সপেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মোল্লা ।