বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৭:৩৮

নড়াইলে আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা 

নড়াইলে আজ আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভা । ছবি : বাসস

নড়াইল, ১১ নভেম্বর ২০২৫ (বাসস): জেলা সদরে আজ আইনশৃঙ্খলা বিষয়ে পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বিকেল ৪টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে সদর থানার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

আইনশৃঙ্খলা বিষয়ক এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইলের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। 

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. রকিবুল হাসান প্রমুখ। 

এ সময় নড়াইল শিল্প ও বণিক সমিতির সভাপতি খন্দকার ফসিয়ার রহমান, রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. রজিবুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, জুয়েলারি সমিতির জেলা সভাপতি চঞ্চল কুমার রায়, কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সেক্রেটারি সৈয়দ খোরশেদ তৌহিদ কোয়েল, ব্যবসায়ী উজ্জল খান, ইবাদত মিনা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় পুলিশ সুপার মো. রবিউল ইসলাম তার বক্তব্যে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর কথা উল্লেখ করেন। 

এ সময় জেলায় পুলিশ বিভাগের কর্মকর্তা ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।