বাসস
  ১১ নভেম্বর ২০২৫, ১৬:০৫

গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

গোপালগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

গোপালগঞ্জ, ১১ নভেম্বর, ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক।

সভায় বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার ওসি ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কুমার মৃদুল দাস, কৃষি কর্মকর্তা দোলন রায়, মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, গণ অধিকার পরিষদের আহ্বায়ক আবুল বাশার, পৌর জামায়াতের সভাপতি আক্তার দাড়িয়া, নাগরিক পার্টির সদস্য রাকিবুল তালুকদার, কোটালীপাড়া সাংবাদিক ফোরামের আহ্বায়ক মনিরুজ্জামান শেখ জুয়েল প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ ও শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা সদরের পশ্চিমপাড় সড়কের ওপর গড়ে তোলা বাস, মাহিন্দ্র ও ইজিবাইক স্ট্যান্ডকে পারকোনায় নির্মিত বাসটার্মিনালে স্থানান্তর, ফুটপাতের দোকান উচ্ছেদ, ঘাঘর বাজারে ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপন, সড়কের ওপর থেকে মালামাল লোড আনলোডের পরিবর্তে নিরাপদ স্থান ব্যবহার করা, পৌর অভ্যন্তরে চলাচলরত অটোভ্যানসহ ছোট ছোট যানবাহন শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা, মাদক নির্মূলে জোরালো অভিযানসহ আইন-শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।